2017 শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী পুরস্কারের জন্য প্রকল্পের নীতিমালা অনুযায়ী বাছাই কমিটির মাধ্যমে চুড়ান্তভাবে 10 জন শিক্ষার্থী এবং 5 জন শিক্ষক বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। শিঘ্রই পুরস্কার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে 600 টাকা ও একটি সনদপত্র এবং শিক্ষককে 1200 টাকা ও একটি সনদপত্র প্রদান করা হবে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নির্দেশনা মোতাবেক নড়াইল জেলায় মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্রগুলি সহ অন্যান্য মন্দির নিবন্ধনের কর্যক্রম চলমান রয়েছে।
চলমান শিক্ষাকেন্দ্রে পর্যায়ক্রমে অভিভাবকদের নিয়ে সমন্বয় সভা আয়োজন করা হচ্ছে। এ ধরনের সমন্বয় সভা আয়োজনের ফলে অভিভাবকদের মঝে ব্যাপক আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
প্রধান কার্যালয়ের নির্দেশনা ও ইউনিফর্মের নমুনা মোতাবেক নড়াইল জেলায় শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় প্রত্যেক শিক্ষাকেন্দ্রে একই ইউনিফর্ম ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কয়েকটি শিক্ষাকেন্দ্রে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাকেন্দ্রে এ ধরনের ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
প্রতিটি শিক্ষাকেন্দ্রের পরিবেশ পরিছন্ন রাখার জন্য প্রতিদিন কেন্দ্র পরিস্কার করা যেখানে সেখানে ময়লা অবর্জনা না ফেলা এবং শোভাবর্ধনের জন্য ফুলের টব, ফুলগাছ, বিভিন্ন প্রকার চিত্র, চারু ও কারুকাজ সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস